করিমগঞ্জ (অসম), ৬ আগস্ট (হি.স.) : করিমগঞ্জ জেলার লাতু-দাসগ্রাম সমবায় সমিতির সাধারণ সভা আগামী ২০ আগস্ট। ওইদিন সকাল ৯-টা থেকে বিকাল ৪-টা পর্যন্ত সমিতির ২০২২-২০২৩ সালের বার্ষিক সাধারণ সভা এবং ২০২৩-২০২৪ সাল থেকে ২০২৭-২০২৮ সাল পর্যন্ত কার্যনির্বাহী কমিটি গঠনের নির্বাচন সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
এক প্রেস বার্তায় এ খবর জানিয়েছেন লাতু-দাসগ্রাম সমবায় সমিতির সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী। সভার বিস্তৃতি কার্যসূচির বিবরণ দিয়ে তিনি জানান, বিগত সাধারণ সভার প্রস্তাবাদি পাঠ ও অনুমোদন হবে অনুষ্ঠেয় সভায়। এছাড়া সমিতির ২০২২-২০২৩ সালের খসড়া হিসাবপত্র সম্বন্ধে আলোচনা ও অনুমোদনের পাশাপাশি সমিতির ২০২৩-২০২৪ সালের অর্থবছরের বার্ষিক পরিকল্পনা ও প্রস্তাবিত বাজেট অনুমোদন হবে।
তিনি জানান, ২০২৩-২০২৪ সালের সমিতির সভ্যগণের ক্ষেত্রে ঋণ গ্রহণের ঊর্ধ্বতম সীমা নির্ধারণ, ২০২৩-২০২৪ সালের অভ্যন্তরীন হিসাব পরীক্ষক নিয়োগ, সমিতির কার্যনির্বাচক পরিষদ এবং কর্মচারীদের হিসাবপত্র সম্বন্ধে প্রশিক্ষণ সম্পর্কে আলোচনা, অসম সমবায় সমিতির ২০০৭ সালের আইন অনুযায়ী সমিতির নতুন বিধি সম্বন্ধে আলোচনা ও অনুমোদন সহ বিবিধ বিষয় রয়েছে সভার আলোচ্য তালিকায়। সমিতির সভাপতি পরিচালনায় সকাল ৯-টা থেকে ১২-টার মধ্যে অনুষ্ঠিত হবে কার্যসূচিগুলি।
নির্বাচন প্রক্রিয়া বিভাগীয় রিটার্নিং অফিসার ফখরুল আলম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত হবে। বিভাগীয় রিটার্নিং অফিসার আগামী ১০ আগস্ট বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১-টা পর্যন্ত সমিতির কার্যালয়ে প্রতিদ্বন্দ্বীদের মনোনয়ন গ্রহণ করবেন। মনোনয়ন পত্রের সঙ্গে প্রত্যেক প্রার্থীকে মনোনয়ন ফিজ বাবদ ৫ হাজার টাকা সমিতি প্রদত্ত রসিদ জমা দিতে হবে।
প্রেস বার্তায় নুরুল ইসলাম জানান, সমিতির ২০২৩-২০২৪ সাল থেকে ২০২৭-২০২৮ সাল পর্যন্ত ৫ বছরের কার্যনির্বাচক পর্ষদ ১৫ জন সদস্য / সদস্যা নির্বাচন, দুর্বল শ্রেণি থেকে ৮ জন, সবল শ্রেণি থেকে ৪ জন, সংরক্ষিত মহিলা আসনে ২ জন এবং সংরক্ষিত তফশিলি জাতি বা উপজাতি থেকে একজন হতে হবে। সংরক্ষিত তফশলি জাতি অথবা উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে জাতিগত প্রমাণপত্র দাখিল করা আবশ্যক। সঙ্গে প্রত্যেক প্রার্থীকে ভারতীয় নির্বাচন কমিশন প্রদত্ত ভোটার পরিচয় পত্র দাখিল করতে হবে। ১০ আগস্ট বিকাল ৩-টা পর্যন্ত মনোনয়ন পত্র পরীক্ষা করে নির্বাচন আধিকারিক বৈধ প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করবেন। মনোনয়ন পত্র প্রত্যাহার করার দিন ও সময় ১২ আগস্ট বিকাল ৩-টার মধ্যে। মনোনয়ন পত্র প্রত্যাহার করতে হলে নির্বাচন আধিকারিকের কাছে লিখিতভাবে তা জমা দিতে হবে। মনোনয়ন পত্র কোনো কারণে বাতিল হলে বা প্রত্যাহার করলে জমাকৃত মনোনয়ন ফিজ ফেরত দেওয়া হবে না। এছাড়া নির্বাচন সংক্রান্ত বিষয় যেমন প্রার্থীদের প্রতীক চিহ্ন বণ্টন, ভোট গণনা এবং ফলাফলের বিষয়ে নির্বাচন আধিকারিকের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে।
২০ আগস্ট রবিবার ভোট গ্রহণ পর্ব গোপন ব্যালটের মাধ্যমে দুপুর ১২-টা থেকে বিকাল ৪-টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর ব্যালট বাক্সগুলি সিল করে নিকটবর্তী থানা অথবা ট্রেজারিতে রাখা হবে। ভোট গণনা পর্ব ভোট গ্রহণের একদিন বিরতির পর অর্থাৎ আগামী ২২ আগস্ট মঙ্গলবার সকাল ১১টা থেকে সমিতির কার্যালয়ে আরম্ভ হবে। ভোট গণনা শেষ হওয়ার পর ওইদিনই নির্বাচন আধিকারিক ফলাফল ঘোষণা করবেন।
প্রতি কপি ১০ টাকা মূল্যে সমবায় সমিতি থেকে গ্রহণ করা যাবে। ভোটার লিস্ট ও অন্যান্য কাগজপত্র নিজ খরচে সমিতি থেকে সংগ্রহ করা যাবে। সমিতির প্রত্যেক যোগ্য অংশীদারগণ ভোটে অংশগ্রহণ করার জন্য সমিতি প্রদত্ত সচিত্র পরিচয়পত্রের কার্ড ও সঙ্গে ভারতীয় নির্বাচন কমিশন প্রদত্ত ভোটার পরিচয়পত্র সঙ্গে নিয়ে আসতে হবে। নতুবা ভোট দানে বিরত রাখা হবে। সমিতির ভোটাধিকার নেই, এমন অংশীদারগণ ভোট দিতে পারবেন না এবং সমিতির ৫ বছরের কার্যকালের মধ্যে কোনও সভ্য দুটি বার্ষিক সাধারণ সভায় উপস্থিত না থাকলে মনোনয়ন পত্র বাতিল হবে। একমাত্র বৈধ পরিচয়পত্র সংবলিত সমিতির অংশীদার সভ্যগণ সাধারণ সভা ও নির্বাচনে অংশগ্রহণ করিতে পারবেন। সমিতির কিস্তি খেলাপি সভ্য অথবা কোনও কারণে ডিফলটার পরিচালন পর্ষদ / সভ্যগণ ২০০৭ সালের অসম সমবায় সমিতি আইন অনুযায়ী অন্য কোনও কারণে বাতিল হলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। ২০০৭ সালের অসম সমবায় সমিতি আইনের ৩৬ (১) ধারা অনুযায়ী সমিতির কার্যনির্বাহক পর্ষদ প্রথম সভায় সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হবেন, প্রেসবার্তায় জানিয়েছেন লাতু-দাসগ্রাম সমবায় সমিতির সম্পাদক।