ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট।।চ্যাম্পিয়ন হলেন দিব্যজ্যোতি সরকার। মডার্ণ ক্লাব আয়োজিত প্রাইজমানি দাবা প্রতিযোগিতায়। দুদিন ব্যাপী আসর শেষ হয় রবিবার বিকেলে। ৬ রাউন্ডের আসরে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিলেন ৭ জন দাবাড়ু। পরে ভোকলসের মাধ্যমে স্থানগুলো নির্ধারন করা হয়। আসরে প্রথম ৭ টি স্থান দখল করে যথাক্রমে দিব্যজ্যোতি সরকার, অভিজ্ঞান ঘোষ,মেহেকদ্বীপ গোপ,শাক্য সিনহা মোদক,অনুরাগ ভট্টাচার্য,দেবাংকুর ব্যানার্জি এবং মেট্রিক্স চেস আকাদেমির রুদ্র মজুমদার। এছাড়া অনূর্ধ্ব-৭ বালক বিভাগে মেট্রিক্স চেস আকাদেমির শুভায়ন দাস, সতনু পাল, রোহিল সাহা, মেট্রিক্স চেস আকাদেমির রুদ্রজিৎ পাল, মেট্রিক্স চেস আকাদেমির কানিষ্ক চৌধুরি, বালিকা বিভাগে মেট্রিক্স চেস আকাদেমির অবন্তিকা চক্রবর্তী, সমর্পিতা সরকার, মেট্রিক্স চেস আকাদেমির দিবাঙ্গী শীল, অনূর্ধ্ব-৯ বালক বিভাগে আদ্রুষ কর্মকার, পীতম্বর দেবনাথ, অভ্রনীল দে, রণবিজয় পাল, সৌম্যদীপ মজুমদার, মেট্রিক্স চেস আকাদেমির অন্তরীপ আচার্য, মেট্রিক্স চেস আকাদেমির রাজর্ষি দত্ত, বালিকা বিভাগে মেট্রিক্স চেস আকাদেমির আরাধ্যা দাস, আদ্রিজা সাহা, মেট্রিক্স চেস আকাদেমির নাভ্যা দে, অনূর্ধ্ব-১১ বালক বিভাগে মেট্রিক্স চেস আকাদেমির ধীময় চক্রবর্তী, মেট্রিক্স চেস আকাদেমির রুদ্রনীল দেবনাথ, অর্ণব দাস, মেট্রিক্স চেস আকাদেমির সিদ্ধার্থ মজুমদার, মেট্রিক্স চেস আকাদেমির তমজিৎ সাহা, প্রশমিৎ ঘোষ, তন্ময় সরকার, বালিকা বিভাগে অঙ্কিতা সরকার, অভিয়াঙ্ক দাস মজুমদার, অনূর্ধ্ব-১৩ বালক বিভাগে সোমরাজ সাহা, আয়ুষ সাহা, দেবজিৎ দে, শ্রীথিক মজুমদার, মেট্রিক্স চেস আকাদেমির রাহুল রায়,রাজদীপ রায়, রোহিতশ্ব দাস, বালিকা বিভাগে শ্রেয়সী সাহা, একান্তিকা সরকার, সমৃদ্ধি ঘোষ, অনূর্ধ্ব-১৫ বালক বিভাগে মেট্রিক্স চেস আকাদেমির পৃথ্বিরাজ সাহা, সেরা বালিকা দাবাড়ু প্রাচী ঢালি,৫৫ উর্ধ্ব বিভাগে অরূণ চন্দ্র দাস, অভিজিৎ চৌধুরি এবং সর্বকনিষ্ঠ দাবাড়ুর পুরস্কার পেয়েছে মেট্রিক্স চেস আকাদেমির অয়নজিৎ নাগ। খেলা শেষে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
2023-08-06

