ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে দেশ, দেশজুড়ে ৫০৮টি রেল স্টেশনের পুনর্বিকাশের শিল্যান্যাস করবেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৫ আগস্ট (হি.স.): আগস্টের ৬ তারিখ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে ভারত। দেশের বিভিন্ন প্রান্তে ৫০৮টি রেল স্টেশনের পুনর্বিকাশের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । আগামীকাল ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে অমৃত ভারত স্টেশন প্রকল্পে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অনুষ্ঠানে যোগ দেবেন । এই প্রকল্পে ২৪ হাজার ৪৭০ কোটি টাকার বেশি খরচ হবে । এই প্রকল্পে রয়েছে ২৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি । উত্তরপ্রদেশ ও রাজস্থানের ৫৫টি করে স্টেশন, বিহারে ৪৯, মহারাষ্ট্রে ৪৪, পশ্চিমবঙ্গে ৩৭, মধ্যপ্রদেশে ৩৪, অসমে ৩২ ও ওড়িশায় ২৫, পঞ্জাবে ২২, গুজরাট ও তেলেঙ্গানায় ২১, ঝাড়খন্ডে ২০, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে ১৮টি করে রেল স্টেশন রয়েছে । এছাড়াও হরিয়ানায় ১৫ ও কর্ণাটকে ১৩টি রেল স্টেশন রয়েছে । ওই স্টেশনগুলিতে স্থানীয় সংস্কৃতি ও ধারাবাহিকতা বজায় রেখেই পুনর্বিকাশ করা হবে । যাত্রীদের মিলবে অত্যাধুনিক সুবিধা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *