আগরতলা, ৫ আগস্ট : মেলাঘর পূর্ব চন্ডীগড়স্থিত ত্রিপুরা দুঃসাহসিক সামাজিক অভিযান সংস্থার উদ্যোগে এবং ত্রিপুরা পুলিশ দায়বদ্ধতা কমিশনের সহায়তায় আজ খোয়াই জেলার কল্যানপুর লোটাস কমিউনিটি হলে পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক স্থাপনের লক্ষ্যে বিশেষ আলোচনা অনুষ্ঠান সংগঠিত করা হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ত্রিপুরা সরকারের উপজাতি কল্যান দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। এই সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠানে কল্যানপুর ব্লক এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে নাগরিক, কল্যানপুর টি আর এল এম এর বিভিন্ন এস এইচ জি সদস্যা, কল্যানপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে এন এস এস এবং স্কাউট এন্ড গাইড স্বেচ্ছাসেবক, খোয়াই জেলার 6টি থানার পুলিশ কর্মি, আশা কর্মি, অঙ্গনোয়াড়ী কর্মি মিলে প্রায় ৪৯০ জন লোকের সমাগম ঘটে। পুলিশ কিভাবে জনগণদেরকে সুশাসন উপহার দিতে পারবে এবং জনগণ কিভাবে পুলিশের কাছ থেকে আইনের শাসন পাবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার সদস্য পিনাকী দাস চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনের সদস্য জি. কে. রাও, অপর সদস্য এল. এইচ. ডারলং, সচিব শরদিন্দু ভট্টাচার্য, কল্যানপুর ব্লকের বিএসসি চেয়ারম্যান ইন্দ্রানী দেববর্মা, তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসুন কান্তি ত্রিপুরা, কল্যানপুর ব্লকের অতিরিক্ত বিডিও, কল্যনপুর রেভিনিউ সার্কেলের ডিসি এবং বিশিষ্ট সমাজ সেবক জীবন দেবনাথ প্রমুখ গন উপস্থিত ছিলেন।উপস্থিত সমস্ত অতিথিবর্গরা পুলিশ কমিশনের দায়বদ্ধতা নিয়ে উপস্থিত প্রতিনিধিদের সামনে আলোচনা ব্যক্ত করেন। কোথাও আইনের শাসন বিঘ্নিত হলে পুলিশ প্রশাসন কিভাবে ভূমিকা পালন করবে তদুপরি পুলিশ প্রশাসন এবং পুলিশ কমিশন মিলিতভাবে সমাজে সুন্দর পরিবেশ বজায় রাখবে সেই বিষয় নিয়ে আলোচনা রাখেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ রাখেন সংস্থার সচিব তথা জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত লিটনশীল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন সৌমেন গোপ।
2023-08-05