আগরতলা, ৫ আগস্ট : আগামী ৯ আগস্ট আন্তর্জাতিক জনজাতি দিবসকে সামনে রেখে প্রদেশ কংগ্রেস বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। তারই প্রস্তুুতি উপলক্ষে আজ প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।মূলত, আদিবাসী গোষ্ঠীকে জাগ্রত করার লক্ষ্যেই ওই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।
তিনি আরও বলেন, বিজেপি সরকারের জনজাতি গোষ্ঠী বিরোধী কার্যকলাপের প্রতিবাদের সারা দেশব্যাপী কংগ্রেস দলের পক্ষ থেকে এক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।জনজাতি গোষ্ঠীর অধিকার সুরক্ষিত করার পাশাপাশি জনজাতি অঞ্চলের পরিকাঠামোগত উন্নয়নের লক্ষ্যেই ওই কর্মসূচি পালন করা হবে।

