কলকাতা, ৫ আগস্ট (হি.স.): আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আগামী তিন থেকে চার দিন রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।
অন্যদিকে, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা আপাতত নেই। কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের তেমন কোনও সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও হতে পারে। তাপমাত্রাও আগামী কয়েকদিনে বাড়তে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শনিবারই বৃদ্ধি পেয়েছে গরম। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।