কলকাতা, ৫ আগস্ট (হি. স.) : কমপাউন্ড তিরন্দাজিতে ইতিহাস গড়লেন ভারতের মহিলারা। জার্মানির বার্লিনে আয়োজিত বিশ্বচ্যাম্পিয়নশিপে প্রথম বার সোনা জিতলেন তাঁরা। ভারতীয় দলে ছিলেন জ্যোতি সুরেখা ভেন্নাম, পরনীত কৌর এবং অদিতি গোপীচন্দ স্বামী।
কৃতি তিন জনকে শনিবার টুইটারে অভিনন্দন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, “ভারতের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত! বার্লিনের আর্চারি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম সোনা জেতার জন্য জ্যোতি সুরেখা, পরনীত কৌর এবং অদিতি গোপীচাঁদ স্বামীকে আমার আন্তরিক অভিনন্দন। আপনাদের নিরলস নিবেদন এবং অটল পরিশ্রম আমাদের হৃদয়কে সীমাহীন গর্বে পূর্ণ করে। আপনারা কেবল বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবেই আবির্ভূত হননি, আমাদের সকলের অনুপ্রেরণা হিসেবেও আবির্ভূত হয়েছেন!‡
তিরন্দাজির দলগত প্রতিযোগিতায় এর আগে ভারত কখনও সোনা জিততে পারেনি। ফাইনালে তাঁরা ২৩৫-২২৯ ব্যবধানে হারিয়েছেন মেক্সিকোকে।
প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বাই পেয়েছিল ভারতের মহিলা কমপাউন্ড দল। প্রিকোয়ার্টার ফাইনালে তুরস্ক এবং কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপেকে হারায় ভারতীয় দল। সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ছিল গতবারের চ্যাম্পিয়ন কলম্বিয়া। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ভারত জিতেছিল ২২০-২১৬ পয়েন্টে। তার পর ফাইনালেও ফেভারিট মেক্সিকোকে হারিয়ে সোনা জিতেছেন জ্যোতি, পরনীত, অদিতিরা।

