আগরতলা, ৫ আগস্ট : মনোজ্ঞ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলা প্রেসক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণী ও হীরণ্ময় চক্রবর্তী মেমোরিয়াল অ্যাওয়ার্ড প্রদান করা হয়। শনিবার বিকেলে আগরতলা প্রেস ক্লাবের কনফারেন্স হলে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে প্রধান ও সম্মানিত বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে মেয়র দীপক মজুমদার, বাংলাদেশ হাইকমিশন, সহকারী হাই কমিশনার আরিফ মোহম্মদ, স্পোর্টস কমিটির চেয়ারম্যান অলক ঘোষ, এম.বি.বি ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড: সুমন্ত চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পৌরহিত্য করেন আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য। এবছর হিরন্ময় চক্রবর্তী অ্যাওয়ার্ড পেয়েছেন জাগরণ পত্রিকার সম্পাদক পরিতোষ বিশ্বাস এবং চিনিথরাং নিউজ চ্যানেলের সম্পাদক রঞ্জিত দেববর্মা। বিভিন্ন ইভেন্টে পুরস্কার বিজয়ীরা হলেন: লুডোতে স্বরূপা নাহা, সুস্মিতা রায় সেন, সন্তোষ গোপ; চাইনিজ চেকারে শিষান চক্রবর্তী, মনীষা ঘোষ, সুপ্রভাত দেবনাথ; দাবায় কিরীটি দত্ত, অভিষেক চক্রবর্তী, বিকাশ ধানুকা; ক্যরাম সিঙ্গলসে বিকাশ ধানুকা, সুমন ঘোষ, ভাস্কর দাস; ক্যারাম ডাবলসে অভিজিৎ মজুমদার ও সুমন ঘোষ, সুমিত সিংহ ও বাপন দাস, বিকাশ ধানুকা ও ভাস্কর দাস; টেবিল টেনিসে কৌশিক সমাজপতি, মনিময় রায়, সুপ্রভাত দেবনাথ; ব্যাডমিন্টনে সন্তোষ গোপ, মিল্টন ধর, কৌশিক সমাজপতি। এছাড়া ক্রিকেটে পুরুষ ও মহিলা উভয় বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্স দলের প্রত্যেক খেলোয়াড়কে পুরস্কৃত করা হয়েছে। সম্মাননা জানানো হয়েছে টুর্নামেন্টের জাজ এবং রেফারিদেরও। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ এবং আগরতলা প্রেসক্লাবের পরিচালন কমিটির কর্মকর্তাবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। উল্লেখ্য গত ২০ মার্চ থেকে শুরু হয়ে গেমস এন্ড স্পোর্টস ফেস্ট-এর সব কটি ইভেন্ট এবং আজ বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে।