টিসিএ-র আসন্ন বৈঠক ডাকা নিয়ে আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট।। মহামান্য উচ্চ আদালতের নির্দেশকে লংঘন করা হয়েছে, নাকি অনিচ্ছাকৃত ভুল। তা এই মুহূর্তে বলা মুশকিল। কেননা আদালতে সর্বসমক্ষে বিচারপতির প্রদত্ত রায়ে উল্লেখ রয়েছে, ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের পরবর্তী বৈঠক আহ্বান করবে সভাপতি এবং সচিব যৌথভাবে। বৈঠকের আলোচ্য সূচিও তৈরি করবেন সভাপতি এবং সচিব যৌথ আলোচনার ভিত্তিতে। অথচ ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের পক্ষ থেকে আজ শনিবার এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আগামী ৯ই আগস্ট বেলা বারোটায় এমবিবি স্টেডিয়ামের ক্লাব হাউজে অনুষ্ঠিতব্য জেনারেল বডির স্পেশাল জেনারেল মিটিং আহ্বান করা হয়েছে। বিজ্ঞপ্তিতে সভাপতি তপন লোধের পাশাপাশি যুগ্ম সচিব জয়ন্ত দে-র স্বাক্ষর এবং ডেজিগনেশন রয়েছে। ক্রিকেট মহলে বিষয়টা আলোচিত হচ্ছে। বলা হচ্ছে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনে সম্প্রতি ভীষণভাবে আলোচিত দুই গোষ্ঠীকে সম্মিলিতভাবে কাজ করার নির্দেশ জারি করা হলেও কার্যত তা বাস্তবায়িত হচ্ছে না। আজ ঘোষিত বিজ্ঞপ্তিতে প্রেসিডেন্ট এবং জয়েন্ট সেক্রেটারির স্বাক্ষর অন্ততপক্ষে সেই বার্তাই দিচ্ছে। আসন্ন স্পেশাল জেনারেল মিটিং এ চারটি আলোচ্যসূচি যেমন রাখা হয়েছে, তেমনি অনুমোদিত সব কটি ক্লাব এবং সংস্থাকে নিজ নিজ প্রতিনিধিত্বকারীর অথারাইজেশন আট আগস্ট সন্ধ্যা ছটার মধ্যে টিসিএ-র সভাপতির কাছে সাবমিট করার জন্য উল্লেখ করা হয়েছে। কোর্টের নির্দেশ অমান্য করলে বিষয়টা অবশ্যই অন্যদিকে গড়াবে বলে তথ্যবিজ্ঞ মহলের ধারণা। আসন্ন জেনারেল বডি-র স্পেশাল জেনারেল মিটিংয়েও বিষয়টি উত্থাপিত হবে বলে সদস্যরা প্রস্তুত হয়ে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *