আগরতলা ৫ আগস্ট: ফের ধরা পড়ল ৪ জন অনুপ্রবেশকারী রোহিঙ্গা, সঙ্গে আটক এক ভারতীয় সহযোগকারী। তাদের শুক্রবার আগরতলা রেল স্টেশন থেকে আটক করল আগরতলা রেল পুলিশ। এই চার জন রোহিঙ্গা বাংলাদেশ থেকে ওই ভারতীয় সহযোগকারীর সাহায্যে ভারতে প্রবেশ করেছে বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
রাজ্যের বিভিন্ন এলাকা দিয়ে অবাধে চলছে অবৈধ অনুপ্রবেশ। এদিকে সীমান্ত সুরক্ষা বাহিনীর দুর্বলতা ক্রমশ প্রকাশ্যে আসছে। অবৈধ অনুপ্রবেশ রুখতে সীমান্তে নজরদারি আরও বৃদ্ধি করা প্রয়োজন। এমনই অভিমত রাজ্যের সচেতন মহলের।