ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট।।আগামী ৭ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত , ব্যাঙ্গালোরে জাতীয় জুনিয়র (অনূর্দ্ধ ১৯ বছর) ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ত্রিপুরা ব্যাডমিন্টন দল অংশ গ্রহণ করবে। এই উপলক্ষ্যে রাজ্য দল গঠন করার জন্য আগামী ১২ই আগস্ট স্থানীয় ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবে সকাল এগারোটায় একটি দল নির্বাচনী শিবিরের আয়োজন করা হয়েছে। যাঁরা জাতীয় জুনিয়র ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুক তাঁদের অনুরোধ করা হচ্ছে আগামী ১২ই আগস্ট, সকাল ১১ টায় আগরতলাস্থিত ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবে কোচ পি কে সাহা এবং শ্রীমতী অনুভা পাল চৌধুরী র কাছে রিপোর্ট করার জন্য। এই নির্বাচনী শিবিরে যোগ দেওয়ার জন্য কোনো টি এ এবং ডি এ দেওয়া হবে না। জেলার প্রতিযোগীদের এই শিবিরে যোগ দিতে নিজ নিজ জেলা অ্যাসোসিয়েশনের প্যাডে সচিবের স্বাক্ষরিত আদেশ পত্র সাথে করে নিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। সংস্থার সচিব সঞ্জীব কুমার সাহা এক বিবৃতিতে এখবর জানিয়েছেন।
2023-08-05