হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৪ আগস্ট (হি.স.): হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন।

সুখবিন্দর সিং সুখুর সঙ্গে প্রধানমন্ত্রীর মোদীর আজ এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বৈঠকের ছবি শেয়ার করে ট্যুইট করা হয়। ট্যুইট থেকেই বৈঠক সংক্রান্ত তথ্য জানা গেছে।

উল্লেখ্য, দিল্লি সফরে আসা মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গেও সাক্ষাৎ করেন।