পোর্টালে রেজিস্ট্রেশন ১৮ লক্ষের, সাহারা গ্রুপের সমবায় বিনিয়োগকারীদের টাকা হস্তান্তর অমিত শাহের

নয়াদিল্লি, ৪ আগস্ট (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ শুক্রবার সাহারা গ্রুপের সমবায় বিনিয়োগকারীদের টাকা হস্তান্তর করেছেন । সাহারা রিফান্ড পোর্টালের মাধ্যমে এই হস্তান্তর করা হয় । প্রথম দফায় এদিন ১১২ জন সুবিধাভোগীকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত এই পোর্টালে ১৮ লক্ষ মানুষ তাদের নাম নথিভুক্ত করেছেন বলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আজ ১১২ জন সুবিধাভোগীর কাছে ১০ হাজার টাকার প্রথম কিস্তি হস্তান্তর করা হয়েছে। অমিত শাহ জানান, এখনও পর্যন্ত ১৮ লক্ষ মানুষ পোর্টালে রেজিস্ট্রেশন করেছেন।