করিমগঞ্জের সে‌পেনজুড়িতে বিদ্যু ৎ‌স্পৃষ্ট হয়ে মৃত্যু দুই ম‌হি‌ষের

পাথারকান্দি (অসম), ৪ আগস্ট (হি.স.) : করিমগঞ্জ জেলার কাঁঠালত‌লি এলাকার সে‌পেনজু‌ড়িতে বিদ্যু ৎ‌স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দুই ম‌হি‌ষের। ঘটনাটি ৩৭ নম্বর বিএসএফ-এর পা‌নিসাগর ব্যাটালিয়নের সদর ছাউনির ফ্যাংসিঙের কাছে।

জানা গে‌ছে, স্থানীয় মাড়ুগাঁও‌ খলা‌টিলার বা‌সিন্দা ইসলাম উদ্দিনের তিন‌টি পূর্ণ বয়স্ক ম‌হিষ ওই এলাকায় গেলে দুর্ঘটনা‌টি ঘ‌টে। পা‌শে সাইড লাইনে বিদ্যুল‌ৎ‌ পরিবাহী খুঁটি থেকে ঝুলে থাকা বিদ্যুথ‌তের তা‌রের সংস্প‌র্শে এসে দু‌টি ম‌হিষের মর্মা‌ন্তিক মুত্যু হয়। সে সম‌য় অন্য‌ এক ম‌হিষ‌ পেছ‌নে থাকায় ঘটনা আঁচ ক‌রে তা‌কে মা‌ঠে বিদ্যমান কৃষ‌করা তা‌ড়ি‌য়ে দি‌লে সে রক্ষা পায়।