রুদ্রপ্রয়াগ, ৪ আগস্ট (হি.স.): দুর্যোগ থামছেই না দেবভূমি উত্তরাখণ্ডে। এবার উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে প্রবল ভূমিধসের জেরে ধ্বংসস্তূপে পরিণত হল ৩টি দোকান। এই ঘটনায় ১০-১২ জনের কোনও খোঁজ পাওয়া যায়নি। প্রবল বর্ষণের জেরে বৃহস্পতিবার রাতে গৌরীকুন্ড পোস্ট ব্রিজের কাছে ভূমিধসের ঘটনা ঘটে, ৩টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে জেলা প্রশাসনের দল, বিপর্যয় মোকাবিলা দল, পুলিশ দল, এসডিআরএফ, এনডিআরএফ এবং অন্যান্য দল। রুদ্রপ্রয়াগের এসপি ডঃ বিশাখা বলেছেন,, “নিখোঁজদের খুঁজে বের করতে অভিযান চলছে।”
দুর্যোগ ব্যবস্থাপনা অফিসার দিলীপ সিং রাজওয়ার বলেছেন, “আমরা জানতে পেরেছি, পাহাড় থেকে পাথর পড়ায় এবং ভারী বৃষ্টিপাতের কারণে ৩টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে… তাৎক্ষণিকভাবে তল্লাশি অভিযান শুরু করা হয়েছিল। ১০-১২ জন সেখানে ছিলেন, শুক্রবার সকাল পর্যন্ত তাঁদের খোঁজ পাওয়া যায়নি।”