বেঙ্গালুরু, ৪ আগস্ট (হি.স.): ইসরোর চন্দ্রযান-৩ পৃথিবীর মায়া ত্যাগ করেছে কয়েকদিন হল, সব ঠিকঠাক চললে শনিবার অর্থাৎ ৫ আগস্ট চন্দ্রযান-৩ পৌঁছে যেতে পারে চাঁদের কক্ষে। কিন্তু তার আগের সময়ে বড় ঝুঁকিও রয়েছে। সাফল্যের সঙ্গেই সবকিছু উতরোতে চায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। গত সোমবার অর্থাৎ গত ৩১ জুলাই পৃথিবীর কক্ষপথ ছেড়ে নিজের গতি বাড়িয়ে চাঁদের কক্ষের উদ্দেশে পাড়ি দিয়েছে ভারতের চন্দ্রযান-৩। ১ আগস্ট ইসরো জানিয়েছে, চন্দ্রযান-৩ পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ শেষ করে চাঁদের দিকে যাত্রা শুরু করেছে।
তার পর চাঁদের আকর্ষণকে কাজে লাগিয়ে তার চারপাশে বেশ কয়েক পাক ঘুরে ক্রমশ গতি কমিয়ে তা চলে আসবে চন্দ্রপৃষ্ঠ থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে। তার পর শুরু হবে সবচেয়ে কঠিন পরীক্ষা। পালকের মতো ভেসে ভেসে আলতো করে চাঁদের মাটিতে অবতরণ করাতে হবে ল্যান্ডার বিক্রমকে। যার ভিতরে থাকা চন্দ্র অভিযাত্রী যান প্রজ্ঞান নেমে আসবে চাঁদের মাটিতে। শুরু হবে চাঁদের মাটিতে ভারতের পথচলা। গত বার এই পালকের মতো অবতরণ করতে ব্যর্থ হয়েছিল চন্দ্রযান-২। এ বার সেই ভুল ইসরো শুধরোতে পারবে কি না সেটা দেখার। তবে তারও আগে চন্দ্রযান-৩-কে যথাযথ ভাবে স্থাপন করতে হবে চাঁদের কক্ষে। যাবতীয় পরিস্থিতির দিকেই এখন নজর ইসরোর।

