বারবাডোজ, ৪ আগস্ট (হি.স.): প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে ৪ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে ক্যারিবীয়দের বিজয়ের আনন্দটা বেশিক্ষণ স্থায়ী হল না। স্লো ওভার রেটের কারণে তাদেরকে করা হয়েছে জরিমানা। আর একই একই কারণে জরিমানা করা হয়েছে হার্দিক পান্ডিয়াদেরও।
নির্ধারিত সময়ের তুলনায় ক্যারিবীয়রা পিছিয়ে ছিল ২ ওভার। এর জন্য ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা হয়েছে। অন্যদিকে এক ওভার পিছিয়ে থাকায় জন্য ভারতকে ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে। দুই অধিনায়ক তাদের ভুল স্বীকার করে নিয়েছেন।