পাটনা, ৪ আগস্ট (হি.স.): বিহারের পাটনা বিমানবন্দরে জরুরি অবতরণ করল দিল্লিগামী ইন্ডিগোর একটি বিমান। শুক্রবার সকালে পাটনা বিমানবন্দরে জরুরি অবতরণ করে ইন্ডিগোর ৬ই ২৪৩৩ দিল্লিগামী বিমান। ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে, পাটনা বিমাবন্দর থেকে উড়ানের ৩ মিনিটের মধ্যেই পাইলট বুঝতে পারেন একটি ইঞ্জিন ঠিক মতো কাজ করছে না। কোনও রকম ঝুঁকি না নিয়ে বিমানটি পাটনা বিমানবন্দরেই অবতরণ করানোর সিদ্ধান্ত নেন তিনি।
ইন্ডিগো কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার সকাল ৯.১১ মিনিট নাগাদ পাটনা বিমানবন্দরে জরুরি অবতরণ করে ইন্ডিগোর ৬ই ২৪৩৩ দিল্লিগামী বিমানটি। পাটনা বিমানবন্দরের ডিরেক্টর জানিয়েছে, বিমাবন্দরে অন্যান্য বিমান স্বাভাবিকভাবেই ওঠানামা করছে। দিল্লিগামী বিমানে ১৮০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে এবং সকলেই সুরক্ষিত রয়েছেন।