চণ্ডীগড়, ৪ আগস্ট (হি.স.) : পাঞ্জাবের ঐতিহাসিক শহর অমৃতসরে শুক্রবার সকালে বাসস্ট্যান্ডে পার্ক করা একটি বাসে হঠাৎ আগুন লেগে যায়। বাসটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। অগ্নি নির্বাপণ ব্যবস্থা একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
শুক্রবার ভোর রাত আড়াইটার দিকে রোডওয়েজ ওয়ার্কশপে বাসটি পৌঁছয়। রাতে বাসটি নিরাপদে পার্কও করা হয়। শুক্রবার সকালে ওয়ার্কশপের কর্মীরা বাসস্ট্যাণ্ডে পৌঁছোলে বাস থেকে আগুনের শিখা দেখতে পায়। কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করলেও তা নেভাতে পারেনি। ঘটনার খবর পেয়ে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কর্মীরা নিরাপদে ওয়ার্কশপে থাকা অন্যান্য বাসগুলিকে বের করে নিয়ে আসে।