বারাণসী, ৪ আগস্ট (হি.স.): এলাহাবাদ হাইকোর্টের ছাড়পত্র পাওয়ার পর, শুক্রবার সকাল থেকেই উত্তর প্রদেশের বারাণসীর জ্ঞানবাপী মসজিদে বৈজ্ঞানিক সমীক্ষার কাজ শুরু করে দিয়েছে ভারতের পুরাতাত্বিক সর্বেক্ষণ সংস্থা (আর্কিয়োলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া বা এএসআই)। শুক্রবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে বৈজ্ঞানিক সমীক্ষার কাজ। সমীক্ষাকে ঘিরে যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই জ্ঞানবাপী মন্দির চত্বরের বাইরেও জোরদার করা হয়েছে নিরাপত্তা। হিন্দু পক্ষের আইনজীবী সুভাষ নন্দন চতুর্বেদী বলেছেন, “সবাই (এএসআই আধিকারিক-সহ) এসে পৌঁছেছেন। সমীক্ষার কাজ শুরু হয়েছে।”
উল্লেখ্য, মুসলিম পক্ষের আর্জি খারিজ করে জ্ঞানবাপী মসজিদে পুরাতাত্ত্বিক সমীক্ষায় সায় দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। এলাহাবাদ হাইকোর্টের অনুমতির পরই শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে এএসআই-এর সমীক্ষার কাজ। তবে বিতর্কিত ওজুখানায় পাওয়া তথাকথিত ‘শিবলিঙ্গ’ এবং সন্নিহিত এলাকায় এখনই কোনও সমীক্ষা হবে না বলে বারাণসী জেলা আদালত গত ২১ জুলাই যে নির্দেশ দিয়েছিল, তা বহাল রেখেছে এলাহাবাদ হাইকোর্ট। এদিকে, এলাহাবাদ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আবার শীর্ষ আদালতের শরণাপন্ন হয়েছে মসজিদ কমিটি। প্রসঙ্গত, এর আগে গত ২৪ জুলাইও জ্ঞানবাপী মসজিদে বৈজ্ঞানিক সমীক্ষার কাজ শুরু হয়েছিল, কিন্তু সেই দিন মুসলিম পক্ষের আবেদনের প্রেক্ষিতে জ্ঞানবাপী মসজিদে এএসআই-এর সমীক্ষার কাজ বন্ধ রাখার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।