কাঠুয়া, ৪ আগস্ট (হি.স.): বেআইনী মদ বাজেয়াপ্ত করে এক নারী পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে, জম্মু কাশ্মীরের কাঠুয়ায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাঠুয়ার ডিএসপি মনজিৎ সিং-এর তত্ত্বাবধানে সুধীরের নেতৃত্বে একটি অভিযান চালিয়ে বেআইনী মদের ব্যবসার হদিশ পায় পুলিশ। একজন নারী পাচারকারীকেও গ্রেফতার করে পুলিশ।
তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত মহিলার কাছে ১৫ লিটার মদ মজুত রয়েছে, তারপরই অভিযান চালিয়ে উদ্ধারকাজ করা হয়। অবৈধ মদ বাজেয়াপ্ত করে এক মহিলাকে গ্রেফতার করে পুলিশ। মদ বাজেয়াপ্ত করার পর ঘটনার এফআইআর করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।