ছাতারপুর, ৪ আগস্ট (হি.স.): মধ্যপ্রদেশের ছাতারপুরে শুক্রবার সকালে সাতাই থানার কাসার গ্রামে একই পরিবারের তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় স্বামী, স্ত্রী ও তাদের মেয়ের।
স্থানীয়রা তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে। একই পরিবারের তিনজনের মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে মধ্যপ্রদেশের ছাতারপুরে সাতাই থানার অন্তর্গত কাসার গ্রামে হালকু রাকওয়ার (৫৬ বছর), ফুলা বাই(৫০), ও তাদের মেয়ে কাজল (১৭)-র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটলে স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে জানায়।