নয়াদিল্লি, ৩ আগস্ট (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও সাক্ষাৎ করেছেন সিদ্দারামাইয়া। বৃহস্পতিবারই দিল্লিতে এসেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। ঘটনাচক্রে বৃহস্পতিবার সিদ্দারামাইয়ার জন্মদিন।
বৃহস্পতিবার সংসদ ভবনে আসেন সিদ্দারামাইয়া। সেখানেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেন তিনি। দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও। সিদ্দারামাইয়া এদিন সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “কর্ণাটকে সব ঠিকঠাক আছে… আমার ও ডি কে শিবকুমারের মধ্যে কোনও পার্থক্য নেই, আমরা একসঙ্গে আছি।”