রাশিয়া বিশ্ব খাদ্য ব্যবস্থায় বিপর্যয় সৃষ্টি করতে চাইছে : জেলেনস্কি

কিয়েভ, ৩ আগস্ট (হি. স.) : বন্দর পরিকাঠামোতে আক্রমণের মাধ্যমে রাশিয়া বিশ্ব খাদ্য ব্যবস্থায় বিপর্যয় সৃষ্টি করতে চাইছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বুধবার রাতে দেওয়া ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, মস্কো একটি বৈশ্বিক বিপর্যয় সৃষ্টির লক্ষ্যে যুদ্ধ চালাচ্ছে। বিশ্ব খাদ্য বাজারে তাদের পতনের প্রয়োজন, তাদের দামের সংকট দরকার, তাদের সরবরাহে বাধা দরকার। এই হামলার মাধ্যমে মস্কো খাদ্য বাজার, দাম ও সরবরাহের সংকটের সঙ্গে ‘বিশ্বব্যাপী বিপর্যয়’ তৈরি করতে চাইছে।

উল্লেখ্য, সম্প্রতি কিয়েভের সঙ্গে থাকা কৃষ্ণ সাগর শস্যচুক্তি থেকে সরে আসে রাশিয়া। এরপর থেকে ইউক্রেনের বন্দরগুলোতে হামলা বাড়িয়েছে দেশটি। গতকালই ইউক্রেনের ওডেসা অঞ্চলের দক্ষিণে বন্দর ও শিল্প স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় একটি শস্য সাইলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *