ইমফল, ৩ আগস্ট (হি.স.) : মণিপুরের রাজধানী ইমফল শহরে নতুন করে হিংসার চেষ্টা করছে দুর্বৃত্তের দল। এদিকে বিষ্ণুপুরে ২ নম্বর আইআরবি-র অস্ত্র লুট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সূত্রের খবর, আজ বৃহস্পতিবার সকালে ইমফল শহরে অবস্থিত ২ নম্বর মণিপুর রাইফেলস-এর সদর ছাউনির বাইরে দুর্বৃত্তদের এক দল জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। এক সময় দুর্বৃত্তের দল ছাউনির ভিতরে ঢোকার চেষ্টা করে। নিরাপত্তা কর্মীরা তখন কাঁদানে গ্যাসের শেল ও স্মোক বোমা নিক্ষেপ করে বিক্ষোভকারীদের চেষ্টা ব্যর্থ করে দেয়। সূত্রের দাবি, বিক্ষোভ প্রদর্শন করতে গিয়ে কয়েকজন মহিলা আহত হয়েছেন।
সূত্রটি আরও জানিয়েছে, গতকাল রাতে বিষ্ণুপুর জেলার নারানসেনায় অবস্থিত ২ নম্বর আইআরবি-এর প্রায় ৩০০ অস্ত্র ও গোলাবারুদ লুট করেছে দুর্বৃত্তরা।