দেশে অঙ্গ দান বাড়ানোর জন্য সরকার বেশকিছু পদক্ষেপ নিয়েছে : মনসুখ মান্ডভিয়া

নয়াদিল্লি, ৩ আগস্ট (হি.স.): দেশে অঙ্গ দান বাড়ানোর জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। বললেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডভিয়া। বৃহস্পতিবার নতুন দিল্লিতে ১৩-তম ভারতীয় অঙ্গ দান দিবস উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০১৩ সালে প্রায় ৫ হাজার মানুষ নিজেদের অঙ্গ দান করতে এগিয়ে এসেছিলেন, এখন বছরে ১৫ হাজারের বেশি মানুষ অঙ্গ দাতা৷

ডঃ মান্ডভিয়া বলেছেন, অঙ্গ দান প্রচেষ্টার অংশ হয়ে থাকা সমস্ত মানুষকে স্বীকৃতি দেওয়া এবং প্রশংসা করা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, অঙ্গ দাতাদের ছুটির মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৬০ দিন করা হয়েছে এবং বয়সের সীমা ৬৫ বছর দূর করা হয়েছে। মন্ত্রী আরও বলেন, সরকার দেশে অঙ্গদানকে জনপ্রিয় করতে আরও নীতি ও সংস্কার আনতে প্রতিশ্রুতিবদ্ধ।
১৩-তম ভারতীয় অঙ্গ দান দিবস অনুষ্ঠানটি মৃত দাতাদের পরিবারকে তাঁদের প্রিয়জনের অঙ্গ দান করার সাহসী সিদ্ধান্তের জন্য, মৃতদের অঙ্গ দানের বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য সংবর্ধনা দেওয়ার জন্য অনুষ্ঠিত হয়েছিল। অঙ্গদান ও প্রতিস্থাপনের ক্ষেত্রে কর্মরত চিকিৎসা পেশাজীবীদের অবদানের স্বীকৃতি প্রদানের মাধ্যমে তাঁদের স্বীকৃতি দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *