সেরে উঠছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, চিকিৎসক এবং ঘনিষ্ঠদের সঙ্গে বলছেন কথা

কলকাতা, ৩ আগস্ট (হি.স.): ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এখনও তিনি নন-ইনভেসিভ ভেন্টিলেটরি সাপোর্টে রয়েছেন। কথা বলছেন চিকিৎসক এবং ঘনিষ্ঠদের সঙ্গে। বৃহস্পতিবার উডল্যান্ডস হাসপাতালের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। ফুসফুস এবং শ্বাসনালীতে গুরুতর সংক্রমণ নিয়ে গত শনিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বুদ্ধদেব, তার পর কেটে গিয়েছে ছ’দিন। এর মধ্যে বেশ কিছুটা সেরে উঠেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

বৃহস্পতিবার সকালে জারি করা মেডিক্যাল বুলেটিনে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এখন স্থিতিশীল রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। এখনও তিনি নন-ইনভেসিভ ভেন্টিলেটরি সাপোর্টে রয়েছেন। বুদ্ধদেব চিকিৎসক এবং যাঁরা তাঁকে হাসপাতালে দেখতে আসছেন, তাঁদের সঙ্গে কথা বলছেন। বুধবার রাতে আচমকাই বুকে অস্বস্তি অনুভব করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সঙ্গে সঙ্গে ইসিজি করানো হয়। সেই রিপোর্টে চিন্তার কিছু খুঁজে পাননি চিকিৎসকেরা। পরে করানো হয় এক্সরে। বৃহস্পতিবার তাঁর আল্ট্রা সোনোগ্রাফি করানো হবে বলে জানা গিয়েছে।