নয়াদিল্লি, ২ আগস্ট (হি.স.): ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি (সংশোধন) বিল, ২০২৩ রাজ্যসভায় টিকবে না। এমনই দাবি করলেন আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। বুধবার তিনি বলেছেন, বিরোধীদের জোট “ইন্ডিয়ার” সকল সদস্য উচ্চকক্ষে প্রস্তাবিত এই বিলের বিরোধীতা করবে। প্রসঙ্গত, এই বিলের বিরুদ্ধে সরব দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও।
বিতর্কিত এই বিলটি দিল্লি সরকারের আধিকারিকদের বদলি এবং পোস্টিংয়ের বিষয়ে লেফটেন্যান্ট গভর্নরকে চূড়ান্ত ক্ষমতা প্রদান করবে। তাছাড়া এই বিল জাতীয় রাজধানীতে কেন্দ্রের নিয়ন্ত্রণকে শক্তিশালী করবে বলেই অভিমত বিরোধীদের। এই বিল নিয়ে সঞ্জয় সিং-কে জি়জ্ঞাসা করা হলে তিনি বলেন, এটি সাংবিধানিক বিল এবং গণতন্ত্রের পরিপন্থী।