বাসন্তীতে লোকালয়ে ঢুকে পড়ল কুমির

বাসন্তী, ২ আগস্ট (হি. স.) : ফের লোকালয়ে ঢুকে পড়ল কুমির। মঙ্গলবার রাতে বাসন্তীর হাড়ভাঙি শিকারিপাড়া এলাকায় পথ চলতি মানুষ নদী তীরবর্তী একটি রাস্তার উপরেই প্রায় সাড়ে চার ফুটের কুমিরটিকে শুয়ে থাকতে দেখেন। পাশের মাতলা নদী থেকে সেটি উঠে এসেছে বলেই প্রাথমিক ধারনা স্থানীয়দের।

স্থানীয়রাই দ্রুত এই বিষয়ে বন দফতরকে খবর দিলে মাতলা রেঞ্জের বন কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে কুমিরটিকে ধরে ফেলেন। সেটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ঝড়খালি বিট অফিসে। সেখানে রাতভর শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর কুমিরটিকে বুধবার ভোরে ছেড়ে দেওয়া হয় সুন্দরবনের সূর্যমনি খালে। কুমিরটির আনুমানিক বয়স তিন বছর বলে দাবি বন দফতরের। সে সম্পূর্ণ সুস্থ রয়েছে বলেই জানিয়েছেন বনকর্মীরা।