আগরতলা, ১ আগস্ট।। ত্রিপুরা স্পোর্টস স্কুলের ২৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মঙ্গলবার। উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী টিংকু রায়। ত্রিপুরা স্পোর্টস স্কুল প্রাঙ্গণে আয়োজিত এদিনের অনুষ্ঠানে মন্ত্রী বক্তব্য রেখে বলেন, এটি ত্রিপুরা রাজ্যের একমাত্র স্পোর্টস স্কুল। এর মধ্যে রয়েছে খেলাধুলার সব ধরনের সুযোগ সুবিধা। আগামী দিন এই স্কুলকে পরিকাঠামোর দিকে আরো কিভাবে উন্নত করা যায় সেদিকে লক্ষ্য রয়েছে সরকারের। আগামী দিন যাতে উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যের মধ্যে ত্রিপুরা রাজ্য থেকেও খেলোয়াররা প্রতিবছর জাতীয় আন্তর্জাতিক স্তরে গিয়ে ত্রিপুরার সুনাম অর্জন করতে পারে তার জন্য সরকার পরিকাঠামো উন্নয়নের দিকে গুরুত্ব দিয়েছে।
তিনি বলেন, ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে খেলোয়াড়দের জন্য স্বাস্থ্য বীমার ব্যবস্থা করা হয়েছে। খেলতে গিয়ে যদি কোন খেলোয়াড় আঘাত পায় তাহলে তার চিকিৎসার বন্দোবস্ত করার জন্য এই স্বাস্থ্য বীমার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি রাজ্যের খেলার মাঠগুলি সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, সরকার যে পরিকল্পনাগুলি গ্রহণ করার পেছনে মূল উদ্দেশ্য হলো ছেলে মেয়েদের জীবনধারার মান বদলে দেওয়া। খেলাধুলা শুধু মাত্র মন এবং শরীর ভালো রাখার জন্য নয়। ছেলে মেয়েদের ক্যারিয়ার গঠন করার জন্য খেলাধুলার প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করার মন্ত্রী টিংকু রায়। আয়োজিত অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়িকা মীনা রাণী সরকার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা।