স্কুলের সামনে সারিবদ্ধভাবে দাঁড়ানো থাকে পণ্যবাহী লরি, প্রতিবাদে ছাত্রছাত্রীদের পথ অবরোধ

আগরতলা, ১ আগস্ট।। স্কুলের সামনে সারিবদ্ধভাবে পণ্যবাহী লরি দাঁড় করিয়ে পণ্য উঠা-নামা করার ঘটনায় সমস্যার সম্মুখীন ছাত্রছাত্রীরা প্রতিবাদী হয়েছে। তারা স্কুলের সামনেই পথ অবরোধ করেছে। মঙ্গলবার সকালে আগরতলায় সখীচরণ স্কুলের সামনে ওই ঘটনায় দীর্ঘক্ষণ এলাকায় উত্তেজনা ছিল। খবর পেয়ে ট্রাফিক পুলিশের আধিকারিক ছুটে এসে আগামীকাল থেকে স্কুলের সামনে পণ্যবাহী গাড়ি দাঁড়াতে দেওয়া হবে না আশ্বাসের ভিত্তিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।   

প্রসঙ্গত, আগরতলা শহরের সখীচরণ স্কুল সংলগ্ন এলাকায় অবৈধভাবে পণ্য পরিবহণের গাড়ি সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে মাল উঠানামা করার ঘটনাকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। টানা দেড় বছর ধরে এ ধরনের কর্মকাণ্ড চলেছে। মঙ্গলবার ছাত্র-ছাত্রীদের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। বহুদিন ধরে সখীচরন স্কুলের মূল ফটকের সামনে পণ্য পরিবহণের গাড়ি দাঁড় করিয়ে গাড়ি থেকে মাল উঠানামা করানো হয়। ফলে ছাত্র-ছাত্রীদের স্কুলে যাতায়াত করতে অসুবিধার সম্মুখীন হতে হয়।

এরই প্রতিবাদে মঙ্গলবার স্কুলের সামনে রাস্তা অবরোধ করেছে ছাত্র ছাত্রীরা। খবর পেয়ে অবরোধ স্থলে ছুটে গেছেন ট্রাফিক পুলিশের আধিকারিকরা। তাঁরা আশ্বাস দিয়েছেন, আগামীকাল থেকে কোন গাড়ি স্কুলের সামনে দাঁড়াতে দেওয়া হবে না। কড়া নজরদারি থাকবে ট্রাফিক পুলিশের। সেই আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করেছে স্কুলের ছাত্রছাত্রীরা। তবে, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে হুশিয়ারি দিয়েছে তারা। তাদের অভিযোগ, এতদিন ধরে এসব ঘটনা ঘটে চললেও ট্রাফিক পুলিশ সব কিছু জেনে শুনেও নিরব দর্শকের ভূমিকা পালন করে চলছিল। ট্রাফিক পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই বাধ্য হয়ে ছাত্র-ছাত্রীরা পথ অবরোধে শামিল হয়েছে। ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়ে স্থানীয় অভিভাবকদের মধ্যেও তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।–