ইউপিএ শাসনকালে দেশ অধঃপতনের সম্মুখীন হয়েছিল, দুর্নীতি বৃদ্ধি পেয়েছিল : অর্জুন রাম মেঘওয়াল

নয়াদিল্লি, ১ আগস্ট (হি.স.): পূর্বতন ইউপিএ সরকারের তীব্র সমালোচনা করেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী ও বিজেপি নেতা অর্জুন রাম মেঘওয়াল। তিনি বলেছেন, “ইউপিএ শাসনকালে দেশ অধঃপতনের সম্মুখীন হয়েছিল, দুর্নীতি বৃদ্ধি পেয়েছিল।” মঙ্গলবার সকালে সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেছেন, “পরিবারতান্ত্রিক রাজনীতিকে প্রাধান্য দেওয়া হয়েছিল ইউপিএ শাসনকালে, আর তাই দেশ অধঃপতনের সম্মুখীন হয়েছিল, দুর্নীতি বৃদ্ধি পেয়েছিল।”

প্রসঙ্গত, এনডিএ সাংসদদের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “ইউপিএ-র মতো স্বার্থপর নয় এনডিএ, এনডিএ মানে ত্যাগ, ইউপিএ মানে স্বার্থপরতা।” প্রধানমন্ত্রীর এই বক্তব্যের বিরুদ্ধে ফুঁসছে কংগ্রেস শিবির। প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে কেন্দ্রীয় আইনমন্ত্রী ও বিজেপি নেতা অর্জুন রাম মেঘওয়াল বলেছেন, “তাহলে এতে ভুল কী!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *