আগরতলা, ১ আগস্ট।। স্ত্রীর সামনেই স্বামীকে রড দিয়ে পিটিয়ে নৃশংসভাবে খুন করেছে দুষ্কৃতিকারীরা। জিরানিয়া থানাধীন ভদ্রমিস্ত্রী পাড়ায় ওই ঘটনায় জনমনে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। সাথে খুনের মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।
দুষ্কৃতী হামলায় খুন হয়েছেন অজিত দেববর্মা এনআইটি আগরতলায় কর্মরত ছিলেন। তার স্ত্রী রীতা দেববর্মা। তাদের দুই কন্যা সন্তান রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। ঘটনার বিবরণে জানা যায়, ভোররাতে বাড়িতে ঢুকে এনআইটিতে কর্মরত অজিত দেববর্মাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। স্ত্রীর সামনেই এই হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয় বলে জানা গেছে। ঘটনার পরই জিরানিয়া থানায় খবর পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে নিয়ে যায়।
ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হলে কর্তব্যরত পুলিশ অফিসার জানান, তারা রাত ১২ নাগাদ খবর পান জিরানিয়ার ভদ্র মিস্ত্রী পাড়ায় এক ব্যক্তিকে খুন করা হয়েছে। খবর পেয়ে পুলিশ সেখানে ছুটে যায় এবং সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। এটি একটি হত্যাকান্ড বলে পুলিশ জানিয়েছে। নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ফরেন্সিক কর্মকর্তারাও ঘটনাস্থলে ছুটে গিয়ে যাবতীয় তথ্য সংগ্রহ করেন। তবে এখনো পর্যন্ত এই হত্যাকাণ্ডের আসল কারণ জানা যায়নি। অভিযুক্তদের সন্ধানে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। ঘটনার পর থেকে এলাকার পরিস্থিতি থমথমে। ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।
—

