পাটনা, ১ আগস্ট (হি.স): বিহার সরকারকে স্বস্তি দিল পাটনা হাইকোর্ট। জাতিগত সমীক্ষাকে চ্যালেঞ্জ সংক্রান্ত আর্জি মঙ্গলবার খারিজ করে দিয়েছে পাটনা হাইকোর্ট। পাটনা হাইকোর্টের রায়ের পর আইনজীবী দিনু কুমার বলেছেন “বিহার সরকারের জাতিগত সমীক্ষাকে চ্যালেঞ্জ সংক্রান্ত সমস্ত পিটিশন খারিজ করে দিয়েছে পাটনা হাইকোর্ট। তিনি এই রাজ্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবেন।”
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি বিহারে জাতিগত সমীক্ষা শুরু হয়। দুই পর্যায়ে এই সমীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রথম পর্যায়ে গত ৭ থেকে ২১ জানুয়ারি সমীক্ষা করা হয়েছিল। দ্বিতীয় পর্যায়ে সমীক্ষার কাজ শুরু হয়েছিল গত ১৫ এপ্রিল থেকে। ১৫ মে পর্যন্ত চলত দ্বিতীয় পর্যায়ের সমীক্ষার কাজ। কিন্তু, তার মধ্যে গত মে মাসে স্থগিতাদেশ দেয় পাটনা হাইকোর্ট। আর মঙ্গলবার জাতিগত সমীক্ষাকে চ্যালেঞ্জ সংক্রান্ত সমস্ত আবেদন খারিজ করে দিয়েছে পাটনা হাইকোর্ট।

