কৈলাসহর বিমানবন্দরকে পুনরায় সংস্কার করে চালু করার উদ্যোগ নিয়েছে ত্রিপুরা সরকার : পযর্টনমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট : কৈলাসহর বিমানবন্দরকে পুনরায় সংস্কার করে চালু করার উদ্যোগ নিয়েছে ত্রিপুরা সরকার। আজ ঊনকোটি জেলার কৈলাসহর সার্কিট হাউজের কনফারেন্স হলে আয়োজিত বৈঠকে একথা বলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তাছাড়া এদিন তিনি পর্যটনস্থল ঊনকোটি সরেজমিনে পরিদর্শন করেছেন।

এদিন সুশান্ত বলেন, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক সারা দেশে যে সমস্ত বিমানবন্দরে বর্তমানে পরিষেবা নেই, সেগুলির মানোন্নয়ন ঘটিয়ে পরিষেবা পুনরায় চালু করতে উড়ান কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচিতে আঞ্চলিক পর্যায়ে বিমান যোগাযোগ পরিষেবার প্রসার ঘটানোর ওপর জোর দেওয়া হচ্ছে।

তাঁর কথায়, রাজ্যের সার্বিক ক্ষেত্রে উন্নয়নের বিষয় নিয়ে বরাবরই কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন ত্রিপুরার  মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা। ত্রিপুরায় বিজেপি জোট সরকার ক্ষমতাসীন হওয়ার পর কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার দ্রুত সম্প্রসারণে যুগান্তকারী বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল যার পরিপ্রেক্ষিতে রাজ্যবাসী আজ তার সুফল ভোগ করছে।

এদিন শ্রী চৌধুরী আশা ব্যক্ত করে বলেন, কৈলাসহরের বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণ করে পুরাতন বিমানবন্দর সংস্কার করে বিমান পরিষেবা শুরু হবে। ঊনকোটি জেলার এই বিমানবন্দর ফের চালু হলে এখানের পর্যটন শিল্পের প্রভূত উন্নতি হবে। পাশাপাশি ওই এলাকার অর্থনৈতিক উন্নতিও হবে।