আগরতলা, ৩১ জুলাই (হি.স.) : নেশার বিরুদ্ধে যুদ্ধ জারি রেখেছে ত্রিপুরা পুলিশ। তারপরও রাজ্যে নেশাসামগ্রীর পাচার থামানো পুরোপুরি সম্ভব হচ্ছে না। নাকা পয়েন্ট থেকে এক গাড়িতে তল্লাশি চালিয়ে ৫৭ প্যাকেটে মোট ৬০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে আমবাসা থানার পুলিশ। কিন্তু গাড়ির চালককে আটক করা যায়নি বলে জানিয়েছেন ধলাই জেলার পুলিশ সুপার অবিনাশ রায়।
ধলাই জেলার পুলিশ জানিয়েছেন, আজ সকাল সাড়ে ১১টা নাগাদ আমবাসা উপনগর নাকা পয়েন্টে এএস০৩ওয়াই৫০০৭ নম্বরের চার চাকার একটি সন্দেহভাজন গাড়িকে আটক করেছে পুলিশ। তাতে তল্লাশি চালিয়ে গাড়ির বিভিন্ন জায়গা থাকে ৫৭ প্যাকেট শুকনো গাঁজা উদ্ধার হয়েছে। ৫৭ প্যাকেটে মোট ৬০ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। কিন্তু গাড়ির চালককে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি।

