নয়াদিল্লি, ৩১ জুলাই (হি.স.): রাজধানী দিল্লিতে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে, চিন্তা বাড়াচ্ছে ম্যালেরিয়াও। বিগত এক সপ্তাহে দেশের রাজধানীতে মশাবাহিত রোগ ডেঙ্গুতে অসুস্থ হয়েছেন ৫৬ জন, এই সময়ে ম্যালেরিয়ায় আক্রান্ত ১১ জন। সোমবার দিল্লি পৌর নিগম জানিয়েছে, দিল্লিতে গত সপ্তাহে ৫৬টি ডেঙ্গুর ঘটনা সামনে এসেছে। একই সময়ে ম্যালেরিয়ার ১১ জন অসুস্থ হয়েছেন। দিল্লিতে টানা তৃতীয় সপ্তাহে চিকুনগুনিয়ার একটিও ঘটনা সামনে আসেনি।
চলতি বছর এখনও পর্যন্ত দিল্লিতে ২৪৩টি ডেঙ্গু আক্রান্তের ঘটনা সামনে এসেছে, তবে স্বস্তির বিষয় হল কারও মৃত্যু হয়নি। জানুয়ারিতে দিল্লিতে ১৪ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, ফেব্রুয়ারিতে ১৪, মার্চে ১৩, এপ্রিলে ১৮, মে-তে ২৩, জুনে ৪০ জন, জুলাই মাসে একধাক্কায় বেড়ে ১২১-এ পৌঁছেছে। স্বস্তির বিষয় হল, মৃত্যু হয়নি একজনেরও এবং টানা তৃতীয় সপ্তাহে চিকুনগুনিয়ার একটিও ঘটনা সামনে আসেনি।