ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই।। দেওধর ট্রফির ভাইটাল ম্যাচ আগামীকাল। পূর্বাঞ্চল খেলবে পশ্চিমাঞ্চলের বিরুদ্ধে। লীগ পর্যায়ের ম্যাচ হলেও ম্যাচটির গুরুত্ব যথেষ্ট। কেননা যে দল জয়ী হবে তারাই এবারের ফাইনালে পুনরায় দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে খেলার ছাড়পত্র পাবে। দক্ষিণাঞ্চল ইতোমধ্যে লীগ পর্যায়ের ম্যাচে চার ম্যাচে টানা জয় ছিনিয়ে ফাইনালে খেলা নিশ্চিত করে নিয়েছে। খেতাবি লড়াইয়ে দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে কোন্ দল খেলবে তা নির্ভর করছে আগামীকাল পুদুচেরি গ্রাউন্ড টু-তে অনুষ্ঠিত পূর্বাঞ্চল বনাম পশ্চিমাঞ্চলের ম্যাচের ফলাফলের উপর। আগামীকাল আরও দুই মাঠে দুটি ম্যাচ রয়েছে একটিতে উত্তরাঞ্চল খেলবে উত্তর-পূর্বাঞ্চলের বিরুদ্ধে। অপর খেলায় মধ্যাঞ্চল খেলবে দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে। উল্লেখ্য, দক্ষিণাঞ্চল যথারীতি প্রথম ম্যাচে উত্তরাঞ্চলকে ১৮৫ রানে, পশ্চিমাঞ্চলকে ১২ রানে, উত্তর পূর্বাঞ্চলকে নয় উইকেটে এবং পূর্বাঞ্চলকে ৫ উইকেটে হারিয়ে ফাইনাল খেলা নিশ্চিত করে নিয়েছে। অপরদিকে পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল ৪ ম্যাচের মধ্যে তিনটি করে জয় ছিনিয়ে সম সংখ্যক পয়েন্টে সমপর্যায়ে রয়েছে। দুই দলই মরিয়া হয়ে আছে আগামীকালের ম্যাচে জয় পেয়ে নিজেদের ফাইনালিস্ট করে তুলতে।পূর্বাঞ্চল তাদের প্রথম ম্যাচে মধ্যাঞ্চলকে ৬ উইকেটে, দ্বিতীয় ম্যাচে উত্তর পূর্বাঞ্চলকে আট উইকেটে, পরের ম্যাচে উত্তরাঞ্চলকে ৮৮ রানে হারালেও দক্ষিণাঞ্চলের সঙ্গে পাঁচ উইকেটে পরাজিত হয়েছে। অপরদিকে পশ্চিমাঞ্চল প্রথম ম্যাচে উত্তর পূর্বাঞ্চলকে নয় উইকেটে, মধ্যাঞ্চলকে এক উইকেটে, উত্তরাঞ্চলকে ছয় উইকেটে হারালেও দ্বিতীয় ম্যাচ পরাজিত হয়েছিল ১২ রানে দক্ষিণাঞ্চলের কাছে।
2023-07-31