নয়াদিল্লি, ৩০ জুলাই (হি. স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে বৃষ্টির ফলে সৃষ্টি প্রাকৃতিক দুর্যোগের কথা উল্লেখ করেন । তিনি বলেন, আবারও একবার আমরা সকল দেশবাসী সম্মিলিত প্রচেষ্টার শক্তিকে সামনে এনেছি।
প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে গত কয়েকদিন উদ্বেগ ও যন্ত্রণার মধ্যে দিয়ে কাটছে । স্থানীয় জনগণ, এনডিআরএফ কর্মীরা এবং স্থানীয় প্রশাসনের দিনরাত কঠোর পরিশ্রমের ফলে আমরা এই দুর্যোগ মোকাবিলা করতে সক্ষম হয়েছি।