থ্যালাসেমিয়া আক্রান্ত নাবালকের চিকিৎসার ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই৷৷  দুরারোগ্য থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১২ বছরের সন্তান৷ ছেলের চিকিৎসার খরচমেটাতে গাড়ি-ফ্যাক্টরি বিক্রি করে সর্বস্বান্ত পিতা৷ শেষ সময় অসহায় সেই পরিবারের কাছে সরকারি সহায়তার হাত বাড়িয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রীর সান্নিধ্যে এসে ছেলের চিকিৎসার সুযোগ পেয়ে মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ অসহায় পিতা৷ চড়িলাম বাজার সংলগ্ণ দিলীপ চৌধুরীর ১২ বছরের ছেলে দীপজিত দুরারোগ্য থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত৷ ১৬ মাস বয়স থেকেই ছেলের চিকিৎসায় নিজের গাড়ি ফ্যাক্টরি বিক্রি করে আজ প্রায় সর্বশান্ত দিলীপ চৌধুরী৷ এই এলাকা থেকে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন৷ তৎকালীন সময়ে স্থানীয় নেতাদের অনেক অনুরোধ করেছিলেন এই অসহায় পিতা, একটি বারের জন্য উপমুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করিয়ে দেওয়ার জন্য৷ কিন্তু তা হয়নি৷ বর্তমানে নিজের সবকিছু বিক্রি করে সর্বস্বান্ত দিলীপ চৌধুরী আত্মীয় পরিজনদের সহযোগিতায় ছেলের চিকিৎসা এবং তৎসঙ্গে সংসার প্রতিপালন করছেন৷ এর মধ্যে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার ’’মুখ্যমন্ত্রী সমীপেষু’’ সূচক সাধারণ মানুষের সাথে সাক্ষাৎকার প্রকল্পের কথা শুনেন চড়িলামের দিলীপ চৌধুরী৷ আর সে কথা শুনে তড়িঘড়ি ছুটে যান মুখ্যমন্ত্রীর দরবারে৷ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মনোযোগ সহকারে অসহায় এই পিতার করুন কাহিনীর কথা শুনেন৷তারপর দীপজিতের চিকিৎসার সমস্ত দায়ভার নিজে গ্রহণ করেন৷ আমেরিকার এক প্রখ্যাত চিকিৎসকের পরামর্শ নেবার সুবন্দোবস্ত করে দেন৷তার পাশাপাশি দীপজিতের বোন-মেরো ট্রান্সপ্লান্ট এর জন্য আর্থিক সহযোগিতা হেতু কেন্দ্র সরকারের থ্যালাসেমিয়া রোগীদের বিশেষ প্রকল্পের মাধ্যমে ১৫ লক্ষ টাকার সহযোগিতাও পৌঁছে দেন মুখ্যমন্ত্রী৷ আর মুখ্যমন্ত্রীর এই সহযোগিতায় যেন নিজ সন্তানের পুনর্জন্মের আশা খুঁজে পেলেন চড়িলামের দিলীপ চৌধুরী৷ মুখ্যমন্ত্রীকে প্রাণভরা আশীর্বাদ জানালেন দিলিপ বাবু৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *