মান্দাইয়ে জনজাতি মোর্চার কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই৷৷ রবিবার মান্দাই বিধানসভা কেন্দ্রের খোরাং কমিউনিটি হলে ভারতীয় জনতা জনজাতি মোর্চার উদ্যোগে এক কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত হয়৷ সম্মেলনে অংশগ্রহণ করেন  জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রিসহ অন্যান্যরা৷  তিনি বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে কার্যকর্তাদের সাথে মতবিনিময় প্রকাশ করেন ন আগামী ২০২৪ লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীকে কিভাবে পুনরায় জেতানো যায় তার পরিপ্রেক্ষিতে আগাম নানা পরিকল্পনা নিয়ে আলোচনা করেন৷ উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের  মন্ত্রী  বিকাশ দেববর্মা  এবং বিধায়ক রাম পদ্ম জমাতিয়া, টিআরপিসির চেয়ারম্যান পাতালকন্যা জমাতিয়া, মন্ডলের বিভিন্ন কর্মকর্তারা৷