ডক্টর খুবচাঁদ বাঘেলের জন্মবার্ষিকীতে যোগ দেবেন ভূপেশ বাঘেল

রায়পুর, ৩০ জুলাই (হি. স.) : মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল রবিবার ছত্তিশগড়ের দুর্গ জেলার পাটান গ্রামে দুর্বার মোখালিতে আয়োজিত ডাঃ খুবচাঁদ বাঘেলের জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন।

এদিন বাঘেল রায়পুর থেকে সকাল ১১.৩০ মিনিটে হেলিকপ্টারে উঠবেন। ১১.৫০ মিনিটে পাটান পৌঁছাবেন। দরবার মুখালি গ্রামের ক্রিকেট মাঠে মূর্তি উন্মোচন অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। এরপর তিনি রেস্ট হাউসের উদ্বোধনী অনুষ্ঠানে যাবেন এবং ছত্তিশগড় মানওয়া কুর্মি ক্ষত্রিয় সমাজ আয়োজিত ডাঃ খুবচাঁদ বাঘেলের জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে পাটান থেকে রওনা দেবেন এবং দুপুর ১টা ৫০ মিনিটে রায়পুর পুলিশ গ্রাউন্ডের হেলিপ্যাডে পৌঁছাবেন।