নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই৷৷ বাঙালী ছাত্র/যুব সমাজ আজ এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সিবিএসসির সুকলের বোর্ডের পরীক্ষা হিন্দি এবং ইংরেজিতে বাধ্যতামূলক করার যে ঘোষণা করা হয়েছে তার তীব্র নিন্দা জানায়৷ গত ২৬শে জুলাই, বুধবার সিবিএসসি বোর্ডের ডিরেক্টর ড় যোশেফ মানুয়েল বিবেকনগর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে সিবিএসই’’র সামিটে স্পষ্টভাবে ঘোষণা করেন যে, চলতি শিক্ষাবর্ষ থেকে সিবিএসসি আওতাধীন সমস্ত সুকলের বোর্ডের পরীক্ষা হিন্দি ও ইংরেজীতেই দিতে হবে৷ বর্তমানে রাজ্যে ১০০টি সুকল রয়েছে সিবিএসসির আওতায়৷ সঙ্গে বিদ্যাজ্যোতির ১০০টি সরকারী সুকলও সিবিএসসির অধীনে চলে গেছে৷ এমতাবস্থায় ড় যোশেফ ম্যানুয়েল এর ঘোষণার পর রাজ্যে সিবিএসসির অধীন ২০০টি সুকলের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে৷ কারণ, বিদ্যাজ্যোতির আওতাধীন অনেক সুকলের ছাত্রছাত্রী আছে যারা প্রাকপ্রাথমিক স্তর থেকে বাংলা মাধ্যমে পড়াশোনা করেছে৷ ইংরেজী, বিশেষ করে হিন্দির সঙ্গে এদের কোন পরিচয়ই নেই৷ এমতাবস্থায় চলতি শিক্ষাবর্ষ থেকেই যদি বাংলাকে বাদ দিয়ে শুধু ইংরেজী ও হিন্দীতে পরীক্ষা দিতে বাধ্য করা হয় তবে তাদের পরীক্ষা পাশ করা কোনভাবেই সম্ভব হবেনা৷ বিদ্যাজ্যোতি প্রকল্পে সুকলগুলিকে অন্তর্ভুক্তির আগে ছাত্রছাত্রী ও অভিভাবকদের বলা হয়েছিল,বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীরা ভবিষ্যতে বাংলাতেই পরীক্ষা দিতে পারবে৷ একথা বলাতেই তখন কেউ আপত্তি তুলেনি৷ এখন সিবিএসসি কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী যারা হিন্দি, ইংরেজী মাধ্যমে পরীক্ষা বসতে সক্ষম নয় তারা বাংলা মাধ্যমে পরীক্ষা দিতে পারবে, তবে এরজন্যে তাদেরকে ত্রিপুরা বোর্ডে নাম রেজেষ্ট্রী করে নিতে হবে৷ এতে করে ছাত্রছাত্রীদের পুরো বছর নষ্ট হবার উপক্রম হয়েছে৷ ত্রিপুরার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে এই ছেলেখেলা বাঙালী ছাত্র-যুব সমাজ ত্রিপুরা রাজ্য কমিটি কোনভাবেই মেনে নেবেনা৷ ত্রিপুরার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে সিবিএসসির এই হটকারী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করছে তারা এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যতের স্বার্থে সিবিএসসি কর্তৃপক্ষের কাছে নিম্নলিখিত দাবী সনদ পূরণের দাবি রাখছে৷
2023-07-30