চালসা, ৩০ জুলাই (হি.স.) : জলপাইগুড়িতে বিজয় মিছিল থেকে সিপিএম কর্মীর বাড়িতে ঢুকে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। হামলায় জখম হয়েছেন সিপিএম কর্মী দম্পতি। রবিবার ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের নেওড়া মাঝিয়ালী এলাকায়। এই ঘটনায় মেটেলি থানায় লিখিতভাবে অভিযোগ জানানো হবে বলে সিপিএম নেতৃত্ব জানান। যদিও তৃণমূলের মেটেলি ব্লক সভাপতি জোসেফ মুন্ডা ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
জানা গিয়েছে, এদিন বিধাননগর গ্রাম পঞ্চায়েতের ২১/৭৫ নম্বর বুথে তৃণমূল পঞ্চায়েতে বিপুল জয়ের জন্য বিজয় মিছিল করে। এই উপলক্ষ্যে এদিন একটি মিছিল সমগ্র বুথ এলাকা পরিক্রমা করে। অভিযোগ, ওই মিছিল থেকে কিছু তৃণমূল কর্মী নেওড়া মাঝিয়ালী এলাকার সিপিআইএম কর্মী আলিমুল ইসলামের বাড়িতে ঢুকে পড়ে। বাড়ির ভিতরে আলিমুল ও তাঁর স্ত্রী রিনা বেগমকে মারধর করে বলে অভিযোগ। এরপরই গুরুতর জখম অবস্থায় তাঁদের চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে তাঁদের মাল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। ঘটনার বিরুদ্ধে মেটেলি থানায় লিখিতভাবে অভিযোগ জানানো হবে বলে সিপিএম নেতৃত্ব জানান।
এ বিষয়ে তৃণমূলের মেটেলি ব্লক সভাপতি জোসেফ মুন্ডা জানান, বিশেষ কাজে কলকাতায় আছি। তবে এই ঘটনা কখনই কাম্য নয়। ঘটনার তদন্ত করে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে দলগতভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।