অসমের সমস্ত পুলিশ ফাঁড়িকে থানায় উন্নীত করবে সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রী‘রোহিঙ্গারা অসমের জন্য হুমকি নয়, তারা অসমকে করিডোর হিসেবে ব্যবহার করে’

বঙাইগাঁও (অসম), ২৯ জুলাই (হি.স.) : অসমের সমস্ত পুলিশ ফাঁড়িকে থানায় উন্নীত করবে তাঁর সরকার, ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

বঙাইগাঁওয়ে রাজ্যের পুলিশ সুপারদের সঙ্গে ত্রিদবসীয় সম্মেলনের পর আজ শনিবার মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তাঁর সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে প্রায় ২৫০টি পুলিশ ফাঁড়ি রয়েছে। সব কয়টা ফাঁড়িকে থানায় রূপান্তর করার বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, বলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ফাঁড়িগুলিকে উন্নীত করার পর রাজ্যে থানার সংখ্যা ৬০০ ছাড়িয়ে যাবে।

মুখ্যমন্ত্রী বলেন, এতে সাধারণ জনগণ উপকৃত হবেন। কেননা, ফাঁড়িতে কেউ মামলা নথিভুক্ত করতে পারেন না। কারণ সে রকম দায়িত্বে কেউ নেই। তাই এগুলি থানায় উন্নীত হলে জনসাধারণের সমস্ত বাধা দূর করা যাবে, যোগ করেন ড. শর্মা। মুখ্যমন্ত্রী অবশ্য বলেন, যে কয়টি ফাঁড়ি বা পেট্রোল পোস্ট আপগ্রেড করার প্রয়োজন নেই, সেগুলিকে রাজ্য সরকার রেশন্যালাইজ করবে।

পুলিশ বিভাগের হোমগার্ড এবং সিভিল ডিফেন্স সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, এই দুই বাহিনী এখন ডিজিপি-র তত্ত্বাবধানে একটি পৃথক শাখা কর্তৃক পরিচালিত হচ্ছে। কিন্তু রাজ্য সরকার একে ডিজিপির সাথে একীভূত করার কথা ভাবছে। এতে একজন এডিজিপি নিয়োগ করা হবে যিনি হোম গার্ডের তদারক করবেন এবং সিভিল ডিফেন্স যা হবে একটি সমন্বিত ব্যবস্থা।

রাজ্যে রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেন, ‘এরা অসমের জন্য হুমকি নয়। কারণ তারা এখানে স্থায়ীভাবে বসবাস করছে না। তারা অসমকে অন্য রাজ্যে যাতায়াতের জন্য করিডোর হিসেবে ব্যবহার করছে। তবে বিষয়টি গোটা দেশের জন্য হুমকিস্বরূপ। যদি একজন বিদেশি নাগরিক পাসপোর্ট এবং ভিসা ছাড়াই আসে, এটা আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি। যে কেউ অবৈধভাবে দেশে প্রবেশ করেছে সে রোহিঙ্গা হোক বা অ-রোহিঙ্গা, হিন্দু হোক বা মুসলিম, অবৈধ এবং আমরা অবৈধতার প্রচার করতে পারি না।’