বুলধানা, ২৯ জুলাই (হি.স.): মহারাষ্ট্রের বুলধানা জেলায় দু’টি বাসের সংঘর্ষে প্রাণ হারালেন ৬ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২১ জন। শনিবার ভোররাতে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে। জেলা কালেক্টর এইচ পি তুম্মোদ বলেছেন, শনিবার ভোররাতে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। মৃতদের মধ্যে দুই মহিলাও রয়েছেন।
শনিবার ভোররাত ২.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বুলধানা জেলার মালিকাপুর শহরের একটি উড়ালপুলের ওপর। দু’টি বেসরকারি বাসের সংঘর্ষে এই প্রাণহানি। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বাসের মধ্যে একটি অমরনাথ যাত্রার পরে হিঙ্গোলির পথে যাচ্ছিল, অন্যটি নাসিকের দিকে যাচ্ছিল।