নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই৷৷ শনিবার শ্রীশ্রী মা আনন্দময়ী আশ্রমে বৈদিক ব্রাহ্মণ সমাজের রাজ্য কমিটি ও বিভাগীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান কল্যাণ নারায়ণ ভট্টাচার্য, সভাপতি জীবনকৃষ্ণ ভট্টাচার্য্য, সংসৃকত সাহিত্যের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড় তাপস রায়চৌধুরী , বৈদিক ব্রাহ্মণ সমাজের পরম পৃষ্ঠপোষক প্রখ্যাত শিক্ষাবিদ্-গবেষক ড় জগদীশ গণচৌধুরী সহ অন্যান্যরা৷ আজকের মতবিনিময় সভার মূল উদ্দেশ্য ২০১৪ ইং এই সংগঠনের স্থাপনা হয়ে সারা রাজ্যের প্রায় প্রতিটি মহকুমায় এর বিস্তার প্রচার-প্রসার ঘটে চলেছে৷ দিন দিন এই সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করার প্রয়োজনীতা উপলব্দি করছেন তারা৷ তাই সাংগঠনিক তৎপরতায় সুচিন্তিত পরিকল্পনার মাধ্যমে এগিয়ে যাওয়ার সংকল্প নিতে বিভিন্ন পদক্ষেপ দিয়ে আলোচনা হয় এই সভায়৷
2023-07-29