ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই।। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন এখন পুরোপুরি কাঠগড়ায়। এপেক্স কাউন্সিলের বৈঠকে পদচ্যুত সভাপতি তপন লোধের চোখে সচিব তাপস ঘোষ আপাতত দায়িত্বহীন অবস্থায়। তপন লোধ আবার বিস্তর অভিযোগও এনেছেন তাপস ঘোষের বিরুদ্ধে। পক্ষান্তরে তাপস ঘোষ, তিমির চন্দ-দের দৃষ্টিভঙ্গিতে এপেক্স কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী সভাপতি তপন লোধ বহিষ্কৃত ব্যক্তিত্ব। উনার বিরুদ্ধেও তাদের রয়েছে অনধিকার চর্চার অভিযোগ। প্রশ্ন করা হয়েছে, কার নির্দেশে খোলা হলো টিসিএ অফিসে আরও তিনটি রুম। কে বা কারা মুছে ফেললো এমবিবি স্টেডিয়ামে সিসি টিভি-র ফুটেজ। এর তদন্ত হওয়া দরকার। এই অভিযোগ এনে সদর মহকুমা শাসক এবং পশ্চিম থানার ওসি-র কাছে অভিযোগ পত্র জমা দিলেন টিসিএ-র সচিব তাপস ঘোষ। তিনটি রুম খোলার কোনও নির্দেশ কি আছে তপন লোধের কাছে জানতে চায় রাজ্যের ক্রিকেট প্রেমীরা। মোটকথা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্ভূত পরিস্থিতির আশু সমাধান প্রয়োজন।
2023-07-29