কামারহাটি পুরসভার ১৮ কর্মীকে তলব করল সিবিআই

কামারহাটি, ২৯ জুলাই (হি. স.) : পুর নিয়োগ দুর্নীতির তদন্তের স্বার্থে কামারহাটি পুরসভার ১৮ কর্মীকে তলব করল সিবিআই। তাঁদের ডেকে পাঠানো হয়েছে নিজাম প্যালেসে। তাঁদের ধাপে ধাপে ১৮ জনকে ডেকে জেরা করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

জানা গিয়েছে, ৩১ জুলাই, ১, ২ ও ৩ আগস্ট ধাপে ধাপে ওই ১৮ জনকে নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছে। যদিও তৃণমূল পরিচালিত কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহার দাবি, সমন পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু তারপর আবার ফোন করে বলা হয়েছে, এখন হাজিরা দেওয়ার প্রয়োজন নেই। সিবিআই সূত্রে অবশ্য এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আগেই ইডির হাতে গ্রেফতার হয়েছেন কুন্তল ঘনিষ্ঠ অয়ন শীল। তাঁর সল্টলেকের অফিসে তল্লাশি চালাতে গিয়েও বেশ কিছু নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বেশ কিছু নথি উদ্ধার হয়। তা থেকেই পুর নিয়োগে দুর্নীতির বিষয়টি জানা যায় বলে দাবি করে তদন্তকারী সংস্থা। তারপর কলকাতা হাইকোর্ট পৃথক ভাবে সিবিআইকে তদন্তের নির্দেশ দেয়। সেই তদন্তে ইতিমধ্যেই মাস আড়াই আগে এক দিনে ১৮টি পুরসভায় অভিযান চলিয়েছিলেন সিবিআই। তারপর বিভিন্ন পুরসভার আধিকারিকদের ডেকে পাঠানো হয় নিজাম প্যালেসে। শুক্রবার কৃষ্ণনগর পুরসভার আধিকারিকদের ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। এ বার ডাকা হল কামারহাটির ১৮ জনকে। এই তলব প্রসঙ্গে কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেন, ‘আমি জানতাম না ওঁদের ডাকা হয়েছে। ডাকা হয়ে থাকলে নিশ্চয়ই যাবেন।’