নয়াদিল্লি, ২৯ জুলাই (হি.স.): হিংসায় জর্জরিত মণিপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটের ২১ জন সদস্য। শনিবার সকালে দিল্লি থেকে বিমানে মনিপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে ২১ জন সদস্যের একটি প্রতিনিধি দল। এই ২১ জন সদস্যের মধ্যে রয়েছেন কংগ্রেস নেতা ও সাংসদ অধীর রঞ্জন চৌধুরী ও গৌরব গগৈ, আপ সাংসদ সুশীল গুপ্তা, আরএসপি সাংসদ এন কে প্রেমচন্দ্রন, তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব, রাষ্ট্রীয় লোকদলের প্রধান জয়ন্ত চৌধুরী, ডিএমকে সাংসদ কানিমোঝি, আরজেডি সাংসদ মনোজ ঝা এবং জেডি(ইউ) সাংসদ রাজীব রঞ্জন সিং প্রমুখ।
কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এদিন সকালে বলেছেন, “এই ইস্যুতে রাজনীতি করবেন না…এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী মণিপুরে যাওয়ার চেষ্টাও করেননি। এখন বিরোধীদের ধাক্কা খেয়ে জেগে উঠেছে কেন্দ্র।” আরজেডি সাংসদ মনোজ ঝা বলেছেন, “মণিপুরের কথা শোনা দরকার…আমরা মণিপুরের মানুষের কথা শোনার এবং তাঁদের অবস্থা বোঝার চেষ্টা করছি…আমরা সব সম্প্রদায়ের মানুষের কথা শোনার চেষ্টা করব। এটাই আমাদের একমাত্র লক্ষ্য।” কানিমোঝি বলেছেন, “আমরা মণিপুরের জনগণের সঙ্গে দেখা করতে যাচ্ছি এবং তাঁদের বলব আমরা তাঁদের পাশে আছি এবং আমরা তাঁদের জন্য লড়াই করছি। আমরা মণিপুরের গভর্নরের সঙ্গেও দেখা করার অনুমতি চেয়েছিলাম। মণিপুর নিয়ে আলোচনার পর প্রধানমন্ত্রী সংসদে জবাব দেবেন বলে আমরা আশা করছি।” তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব বলেছেন, “আমরা উভয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে দেখা করার চেষ্টা করব। মণিপুরের মানুষের কথা শুনতে হবে। আমাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারের।”